রহমত নিউজ 20 March, 2025 12:26 PM
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৯ মার্চ) রাত ১০টায় পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসি চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।
তিনি বলেন, ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেক এখনো মুসলমানদের আত্মচিৎকার শুনতে পাচ্ছে না। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।
ফিলিস্তিনে ইসরাইলের কোনও অধিকার নাই জানিয়ে কেন্দ্রীয় সভাপতি বলেন, দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান নয় বরং বাংলাদেশ ফিলিস্তিনের ভূখণ্ডকে স্বাধীন ফিলিস্তিনের দাবি জানায়। বিশ্ব মুসলমানরা ঠিক যেমনিভাবে আয়া সোফিয়াতে আজান দিয়েছে, একইভাবে আল আকসা মুক্ত করে সেখানে আজান দিবে, বাবরি মসজিদে আবার আজান হবে। আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে।
এ সময় তিনি পাসপোর্টে ‘একসেপ্ট ইজরাইল’ লেখাটি পুণরায় বহাল রাখার জোর দাবি জানান। ভারতীয় ও ইহুদী পণ্য বয়কট করতে সকলের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ মিছিল থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
বিক্ষোভ মিছিল থেকে ২০ মার্চ (বৃহস্পতিবার) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ২১ মার্চ (শুক্রবার) দেশব্যাপী জেলা মহানগর থানা শাখায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হুসাইন নূর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, কেন্দ্রীয় তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক ফয়জুল ইসলাম,দাওয়াহ ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলিল, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, অর্থ ও কল্যান সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, কওমি মাদরাসা সম্পাদক শেখ মুহাম্মাদ ইমাম মাহদী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন, আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবদুল আজিজ নোমান, কার্যনির্বাহী সদস্য এম ইব্রাহীম নাসরুল্লাহ, কার্যনির্বাহী সদস্য সাইফ মুহাম্মদ আলাউদ্দিন কেন্দ্রীয় শুরা, ঢাকাস্থ ক্যাম্পাস ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।